নাহিদ জামান, খুলনা
যারা ভালোবাসায় বেঁচে থাকে মৃত্যু তাদের স্পর্শ করে না। এলাকার উন্নয়নে ও এলাকাবাসীর কল্যানে আমুত্যু নিবেদিত নির্মোহ সমাজসেবী আদর্শ মানুষ ও প্রতিষ্ঠান গড়ার সফল কারিগর, কাজদিয়া কলেজিয়েট স্কুলের প্রানপুরুষ। প্রায়ত অধ্যক্ষ খান আলমগীর কবির এর ৭ম মুত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় টি এস বি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এর আয়োজনে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্বরন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারি লাভলু।
খান আলমগীর কবির স্মৃতি পরিষদের সভাপতি খান বজলার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা খান শাজাহান কবীর প্যারিস, রূপসা উপজেলা পল্লী বিদুৎ এর এজিএম এম এ হালিম খান, স্বাশিপ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, আলমগীর কবির স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মাফতুন আহম্মেদ রাজা।
অধ্যক্ষ খান আলমগীর স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রয়াত অধ্যক্ষ আলমগীর কবিরের ভ্রাতা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।
সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা এ্যাডঃ তফসিরুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক শেখ, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দীন মিন্টু, কামরুল ইসলাম কচি, সৈয়দ মাহামুদ আলী, অধ্যক্ষ মনিরুল হক মন্টু, সৈয়দ নিয়ামত আলী, সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার, শামীম হাসান, আলিম খান, প্রকৌশলী সুকেন রায়, সমাজসেবক দেলোয়ার হোসেন দিলু, মাঈনুল ইসলাম টুটুল, ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, সাবেক অধ্যক্ষ মোবাশ্বের হোসেন, প্রভাষক বাশির আহম্মেদ লালু, খান মেজবা উদ্দীন সেলিম, সাবেক প্রধান শিক্ষক চন্দ্র শেখর পাল, শেখ আসাদুজ্জামান,মুসফিকুর রহমান সুমন, নাজমুল ইসলাম সোহাগ, কামরুজ্জামান নান্টু, শাহাজাদা আলমগীর, ইসরাইল বাবু,বলরাম নন্দী,জিএম হিরক,আবু দাউদ ডানিশ প্রমূখ।