
নাহিদ জামান, খুলনা
খুলনার রূপসা- মংলা মহাসড়কের কুদির বটতলা এলাকা থেকে ১১ ডিসেম্বর বুধবার আনুমানিক বিকাল সাড়ে তিনটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তৃতীয় লিঙ্গের দুই সদস্য সহ চার মাদক বিক্রেতা ইয়াবাসহ গ্রেফতার।
এ সময় তাদের কাছ থেকে ১,১৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন আলামিন শেখ(৩২), মিনা বেগম(২৮), পরীমনি হিজড়া(২১) ও বোগা হিজড়(২২)।
এজাহার সূত্রে জানা যায় ১১ ডিসেম্বর বুধবার খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রূপসার কুদির বটতলায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল আনুমানিক বিকাল সাড়ে তিনটায় অভিযান পরিচালনা করে ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
এ সময় আটক আলামিনের দেহ তল্লাশি করে ৩০০ পিছ, মিনা বেগমের কাছ থেকে ৩০০ পিছ, পরিমণি হিজড়ার কাছ থেকে ৪০০ পিছ এবং বোগা হিজড়ার কাছ থেকে ১৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা অভিযানিক দলের কাছে স্বীকার করে তারা দীর্ঘ দিন ধরে এক অপরের সহযোগিতায় মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জিন্নাত আলী শেখ বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৯, তাং ১১ ডিসেম্বর।