
নাহিদ জামান, খুলনা
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে-১ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে, নৈহাটি গ্ৰামের নিয়ামুল কবিরের পুত্র মোঃ মেহেদী হাসান (২২)।
জেলা ডিবি সূত্র জানা যায়, গত ১৮ মে বিকাল ০৫.১০ মিনিটে খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে রূপসার নৈহাটি গ্ৰামের গোডাউন মোড়ের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে এস আই (নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























