নাহিদ জামান, খুলনা
খুলনার রূপসায় কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টায় রামনগর গ্রামের রাজা-বাদশার দোকানের পেছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম মোল্লা ওরফে সেলিম মোল্লা ৪৫ পিতা-আহমদ মোল্লা, মাতা- হাজেরা বেগম পালানোর চেষ্টা করে।
তখন এসআই মোঃ শফিকুল ইসলাম তাকে ধাওয়া করে আটক করেন। সেলিম মোল্লার প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের ৪ হাজার টাকা জব্দ করেন। সেলিম মোল্লা এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি। তার নামে ইতিপূর্বে ছয়টি মাদক মামলা ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে।