
নাহিদ জামান, খুলনা
রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরন ৫ অক্টোবর শনিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ-২০১৯ এবং ২০২২ এর মধ্য অনুষ্ঠিত হয়।
খেলায় এসএসসি ব্যাচ ২০১৯ কে ট্রাইব্রেকার এর মাধ্যমে ৫- ৪ গোলে পরাজিত করে, এসএসসি ব্যাচ ২০২২ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন ও ফেরদৌস সরদার।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯ ও ২০২১ এর আয়োজনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ। সন্মানিত অতিথীর বক্তৃতা করেন দক্ষিন কোরিয়া বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহাজালাল শান্ত। বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলিম খান। যুবদল নেতা মুন্না সরদার এর পরিচালনায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামিম হাসান, বিল্লাল শেখ, মুসফিকুর রহমান সুমন, শাহাজাদা আলমগীর, বাপ্পি খান, রিপন, আবু সাইদ, মিরান, মুক্ত, হাসান ফারাজী, জহির খান, হানিফ বিশ্বাস, তাহসিন শেখ প্রমূখ।