
খুলনা প্রতিনিধি: “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে রূপসার গ্রামীণ ব্যাংক আইচগাতী শাখার আয়োজনে ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আইচগাতী ইউনিয়নের বার পূর্নের মোড়, ব্যাংক এর কার্যালয়ে বাংকের সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জোনাল ম্যানেজার মো: বাবর আলী, এরিয়া ম্যানেজার মো:নজরুল ইসলাম, শাখা ম্যানাজার মো:রেজাউল ইসলাম সহ অনেকেই।