
নাহিদ জামান, খুলনা
রূপসায় ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী ফাইরুজ মাহমুদ নিদ (চৈতির) অকাল মৃত্যুর জন্য দায়ী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান, তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের বিচারের দাবিতে ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রয়াত ফাইরুজ মাহমুদ নিদ (চৈতীর) পিতা ফিরোজ পাশা, মাতা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের সাথে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে গত জুলাই মাসের ২৪ তারিখে চৈতি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ব্যাপারে প্রয়াত ছাত্রী চৈতীর মাতা নুরনাহার বাদী হয়ে আদালতে শিক্ষক মাহাবুবুর রহমানের নামে মামলা দায়ের করেন। এছাড়া ও তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের উক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা যায়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























