
খুলনা প্রতিনিধি : রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০ জুন সকাল ১০ টায় কচাতলা বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুপদ পাল। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন এস আই দীপক কুমার বিশ্বাস, এস আই বাবলা দাস, এ এসআই রাম প্রসাদ, শিক্ষক বিজয় কুমার রায়, স্বপ্না রাণী পাল, ইন্দ্রজিৎ বিশ্বাস, ইউপি সদস্য সুকুমার বৈরাগী, তাপস কুমার বিশ্বাস, কিশোর কুমার ঠাকুর, সাংবাদিক চিত্তরঞ্জন সেন, স্বপন কুমার বিশ্বাস, অশোক কুমার কর্মকার, কার্তিক চন্দ্র পাল, সজল কান্তি বিশ্বাস, সুব্রত পাল, বিষ্ণুপদ পাল, সুজন কুমার বিশ্বাস প্রমূখ।
আলোচনা সভা শেষে ধর্মীয় শোভাযাত্রা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজার থেকে শুরু হয়ে সিন্দুরডাঙ্গা, বলটি, ডোবা গ্রাম পার হয়ে ধোপাখোলা প্রদক্ষিণ করে পিঠাভোগ পালপাড়া মন্দির এসে শেষ হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























