
নাহিদ জামান, খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘাটভোগ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা ১৪ অক্টোবর বিকাল ৪ টায় আনন্দনগর মোল্লা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হযেছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।
থানা মহিলা দল নেত্রী শারমিন আক্তার আখির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমাউন করির শেখ, ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এ মালেক, থানা মহিলা দল নেত্রী মর্জিনা বেগম, জোট সমন্বয়ক আনোয়ার হোসেন লস্কর, রূপসা উপজেলা সাসাসের সভাপতি মোঃ শাহজালাল লস্কর, যুগ্ম আহবায়ক খালিদ লস্কর, বিএনপি নেতা বাবুল লস্কর, থানা মহিলা দল নেত্রী কাকলী ইসলাম।
ইউনিয়ন মহিলা দল নেত্রী সাথী আক্তার ও রিক্তা মনির যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন যুবদল নেতা আসলাম লস্কর, ইউনিয়ন মহিলা দলের নেত্রী তাসমিয়া আক্তার, রাজিয়া সুলতানা, লিপিকা বিশ্বাস, রত্না বেগম, শিউলি সুলতানা, সেলিনা আক্তার, হীরা বেগম, রহিমা বেগম, তানভীর হাসান, সরদার আশিকুল ইসলাম, মিন্টু শেখ প্রমুখ।