নাহিদ জামান, খুলনা প্রতিনিধি :
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায় “এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসায় জাতীয় সমাজসেবা দিবস পালিত। এ উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে র্যালি ও আলোচনা সভা আজ ২ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান। এ শ্লোগান সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য, আব্দুস সালাম মুর্শেদী।
শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা। এ শ্লোগান সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম সভাপতির বক্তৃতা করেন।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা ওসি সরদার মোশার্রফ হোসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আঃ সালাম ফকির।
বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনারই উদ্ভাবন। এ শ্লোগান সামনে রেখে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, আনসার-ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আকতার, তথ্য আপা দিলশানারা, মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জাহাঙ্গির হোসেন মুকুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীরীগের সহ সভাপতি খান শাহ জাহান কবির প্যারিস, মোরশেদ বাবু, জেলা স্বেচ্চাসেবকলীগের আহবায়ক মো. মোতালেব হোসেন, এসএম হাবিব, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গির শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
এর আগে এমপি সর্বপ্রথমে উপজেলার টিএসবি ইউনিয়ন তিলক গ্রামে এজি চার্জ প্রাঙ্গনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতের কম্বল বিতরন। দুপুরে নৈহাটি ইউনিয়ন বাগমারা মাদ্রাসার এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগ শীতের কম্বল বিতরণ। বিকাল ৩ টায় রূপসা দলিত সম্প্রদারের মাঝে ব্যক্তিগত উদ্যোগ শীতের কম্বল বিতরণ এবং বিকালে উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতের কম্বল বিতরন।