
খুলনা প্রতিনিধিঃ সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ব্যক্তির মাসিক ভাতা বৃদ্ধি সহ ১১দফা দাবিতে জেলা প্রশাসক খুলনাকে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন১৫ই জুন রোজ বৃহস্পতিবার।
স্মারকলিপিতে উল্লেখ করেন গত ১ জুন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন, ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল আকারের বাজেট।এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা। বাজেটে প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা খাতে কোনো ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়নি। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা মাসিক ৮৫০ টাকা, উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে যা খুবই অপ্রতুল এবং পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় খুবই কম।
১১ দফা দাবি সমূহ হল:
১. ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে।
২. প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন।
৩. চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন।
৪. অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা।
৫. বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা।
৬. শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা।
৭. শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি ১টি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা।
৮. গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা।
৯. প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা।
১০. ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়, সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
১১. মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট।
এ সময় উপস্থিত ছিলেন ডিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান, মহাসচিব-হাকিম সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব-মোঃ নাহিদুজ্জামান খান, কোষাধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আকাশ কুশারী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ আল আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান (মনির) মোঃ হামিদ শেখ, মনিরুল ইসলাম (মনি)।