নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ জুলাই বুধবার সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, প্রভাষক বাশির আহম্মেদ লালু, খান মেজবা উদ্দীন সেলিম,ক্রীড়াবিদ মো: সাইফুল পাইক, রমেশ চন্দ্র দাস, সাংবাদিক ফ.ম.আইয়ূব আলী,চিত্ত রঞ্জন সেন, হাসান ফারাজী, জহির শেখ প্রমূখ।
উদ্বোধনী খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে। এরপর বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলা টিএসবি ইউনিয়ন পরিষদ ও আইচগাতী ইউনিয়ন পরিষদের মধ্য অনুষ্ঠিত হয়।
খেলায় আইচগাতী ইউনিয়ন পরিষদ ১-০ গোলে টিএসবি ইউনিয়ন পরিষদকে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রহমান ঢালী, সাইফুল ইসলাম,বিল্পব সরদার।