
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে গতকাল ২৮ এপ্রিল বিকালে গাছে উঠে মাইক স্থাপনের কাজ করার সময় আরিফুল ইসলাম (২৮) নামে একজন হতদরিদ্র দিনমজুর যুবক বজ্রপাতে নিহত হয়।
নিহত যুবক নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামের সাইফুল ইসলামের একমাত্র পুত্র এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু আজ ২৯ এপ্রিল সকালে নিহত আরিফুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যেদর সাথে সাক্ষাত করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত আরিফুলের ইসলামের পরিবারকে সহায়তা হিসাবে থেকে নগদ ২৫,০০০ টাকা প্রদান করেন। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন,নৈহাটি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইলিয়াচুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।