
নাহিদ জামান, খুলনা
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ১৯ মার্চ সকালে রূপসা উপজেলার রূপসা থানা, সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা পরিষদ এবং নৈহাটি ইউনিয়নের নেহালপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
থানা পরিদর্শনের সময় রূপসা থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কে সালামি প্রদান করা হয়।
থানা পরিদর্শন শেষে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কান্তি বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাউসার, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, নির্বাচন অফিসার মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান, টি এস বি ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম বিশ্বাস, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম নন্দু, নৈহাটি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ প্রমূখ। মতবিনিময় শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপন করা হয়।