
নাহিদ জামান, খুলনা
রূপসায় ২৭শে ফেব্রুয়ারী বিকাল ৪ টায় বাজার মনিটরিং, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর,অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাদ্য সামগ্রী ঢেকে না রাখা ও মূল্য তালিকা না থাকায় ২ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মুজিবর খানের কাঁচামালের দোকান থেকে ৫০০ টাকা, নোংরা- অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবার ঢেকে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় সুফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর মালিক কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান। অভিযান পরিচালনাকালে আনসার সদস্য ও রূপসা ফাড়িঁর এসআই মোস্তফা কামালের নেতৃত্বাধীন একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























