
নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসায় আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগে, রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক রূপসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি ৩ অক্টোবর সকাল ১১ টায় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এসিল্যান্ড আব্দুল্লাহ আল বাকি’র হাতে এ স্মারকলিপি প্রদান করে।
রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেনের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান শান্ত, সহ-সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা শাখার যুগ্ম -সাধারণ সম্পাদক শরীফ মোঃ আবেদুল রেজা, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক শেখ সোহাগ হোসেন, সদস্য মোঃ কামরুল হোসেন খা, মোঃ সেলিম লস্কর, মোঃ মহির শেখ, মোঃ কামাল হোসেন, মোঃ আনিস সরদার, সালাউদ্দিন শেখ, মোঃ আলামিন খাঁ, তুহিন শেখ, মোঃ জাহিদুল ইসলাম, লিমন রানা প্রমুখ।