
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতির্য্যবাহী বিদ্যাপিট কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৬ আগষ্ট শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক কার্যক্রমে শুভেচ্ছার নিদর্শন স্বরুপ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মেরিন ইঞ্জিনিয়র ক্যাপ্টেন শেখ মো: আবুল মাসুম মিনার।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ্।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আহমেদুর কবির চাইনিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী সওকাত আলী, ফকিরহাট উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, সমাজসেবক হাজী মো: সাইফুল ইসলাম। প্রভাষক মেজবাহ উদ্দিন সেলিম খানের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক অধক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রভাষক ফালগুনি মুখার্জি, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, যুবদল নেতা মুন্না সরদার, মো: ওবায়দুল্লাহ, শেখ ইদ্রিস আলী, মাসুম শেখ, শেখ বিল্লাল হোসেন, সৈয়দ শাহিনুর, শফিউদ্দিন শেখ, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী নওশিন প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি ২০২৫ সালে বিদ্যালয় থেকে এস এস সি পাসকৃত গোল্ডেন এ প্লাস ১৬ জনকে শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ৬১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য,এবছর বিদ্যালয় থেকে ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এর মধ্যে ৯৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করেন।