
নাহিদ জামান, খুলনা
রূপসায় প্রতিবছরের ন্যায় আগামী ৮, ৯, ১০ মে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২৫ এপ্রিল সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, খাদ্য নিয়ন্ত্রক সুজিত মুখার্জি, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,প্রকৌশলী সুখেন রায়,প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়,অজিত সরকার,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর গোপাল কুশারী, আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, প্রভাষক খান মেজবাউদ্দীন সেলিম, ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, ফরিদ শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র,আঃ মালেক, মুনসুর আলী খান, রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলী, রূপসা উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফ.ম.আইয়ুব আলী প্রমূখ। সভায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























