
নাহিদ জামান, খুলনা
খুলনার -রূপসায় দীর্ঘদিন ধরে একটি মানব পাচার কারী চক্র দারিদ্র প্রীড়িত জনসাধারনকে চাকুরী এবং অর্থের প্রলোভনে দেখিয়ে পার্শ্ববতী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছে। এদের কে আইনের আওতায় আনার জন্য খুলনার র্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি শুক্রবার র্যাব-৬ এর একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার রূপসা উপজেলার মল্লিকপুর এলাকায় সুইজ গেইটের সামনে মানব পাচারকারী অবস্থান করছে।
এই সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ঐ এলাকায় অভিযান পরিচালনা করে, মানব পাচারকারী ওসিকার মোল্লা (৩০) পিতা- আব্বাস আলী মোল্লা, থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে রূপসা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























