
নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসা স্পোর্টস মিডিয়া আয়োজিত ৮ দলীয় ৯ম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
কাজদিয়া অনলাইন স্পোটিং ক্লাব ও রহিম নগর স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক বাসির আহম্মেদ লালু। সহকারি হিসাবে ছিলেন এলিচ আল মামুন ও জাকির হোসেন।
খেলায় রহিমনগর স্পোর্টিং ক্লাব, কাজদিয়া অনলাইন স্পোটিং ক্লাব কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
খুলনা বয়রা মহিলা কলেজের অধ্যাপক, বিশিষ্ট ক্রিড়াবিদ খান আহমেদুল কবীর চাইনজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস, আওয়ামীলীগ নেতা আলমগীর শেখ, সমাজসেবক বাবলু কুমার আঁশ, বুদ্ধদেব হালদার জুয়েল, সৈয়দ মাহামুদ আলী, আলম শেখ।
সাবেক শিক্ষক মোঃ মোকশেদ আলীর পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান টুকু, সৈয়দ নাসির হোসেন সকল,জিয়াউল ইসলাম লিপন, সৈয়দ লালন, জামাল ফকির,শেখ হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান হেলাল, জহিরুল ইসলাম সুজন, আনিসুর রহমান মাসুম, মোঃ মনির শেখ, রঞ্জু হালদার, ইয়াকুব শেখ,জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, পিন্টু মল্লিক,শাহবুদ্দিন শুভ,রাহাত খান বাপ্পী, শাহজাদা আলমগীর, রাহাত খান বাপ্পি, জনী খান, হাসান আলী, ফেরদৌস সরদার, হাসান ফারাজী, জহির খান,রহমান শেখ, আজিজুল শিকদার, সাইফুল ইসলাম, দীপ খান, তাহসিন প্রমূখ।