
নাহিদ জামান, খুলনা
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসার আইজগাতি গ্রামের সেনের বাজার ফেরিঘাটের কাছে শ্রীফলতলাগামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে সেনের বাজার ঈদগাহের সামনে থেকে ৪ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নড়াইল জেলার কালিয়া থানার কুলসুর গ্রামের শ্যামল ভৌমিকের পুত্র স্বপ্ন-ভৌমিক (২০), পিরোজপুর জেলার নাজিরপুর থানার ষোলশত গ্রামের ইদ্রিস মৃধার পুত্র আশিক মৃধা (২০), খুলনা জেলার টুটপাড়া বসবাসরত জামাল মুন্সির পুত্র আরাফাত মুন্সি (১৯) এবং বাগেরহাট জেলার কচুয়া থানার তালেশ্বর গ্রামের দিলীপ কুমার সাহার পুত্র বিশ্বজিৎ সাহা (১৯)।
জেলা ডিবি সূত্র জানা যায়, গত ১৭ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টা ২০ মিনিটের সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ৪ মাদক কারবারি কে রূপসা থানার আইজগাতি গ্রামের সেনের বাজার ফেরিঘাট সংলগ্ন শ্রীফলতলাগামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে সেনের বাজার ঈদগাহ এর সামনে হতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে এস আই( নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।