
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসায় আইচগাতি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ শামীম শেখ (৪৩) নামে এক যুবক গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের রুস্তম শেখ এর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই নকিব ইকবাল গত ১৯জুলাই মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষে অভিযানে বের হয়ে সেনেরবাজার এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি গ্রামের ইউপি সদস্য কওসার মল্লিক (সোহেল) এর বাড়ির পাশে ইটের সলিং এর রাস্থার উপর অস্ত্র ক্রয় বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে, এসময় শামীম নামে এক যুবক কে আটক করে। আটককৃত যুবকের নিকট থেকে ওয়ান শুটার গান লোহার বাট ৯.৫ ইঞ্চি ও এম এম রাইফেলের কাতুর্জ ৩টি জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এস আই নকীব ইকবাল বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যার নং ১৭, তাং- ২০/৭/২৩ ।
মুক্তির লড়াই ডেস্ক : 


























