
নাহিদ জামান, খুলনা
“প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন”
খুলনার রূপসা এই শ্লোগানকে সামনে রেখে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় পুনর্বাসন কেন্দ্র,ডিকেএস ফাউন্ডেশন এবং জেজেএস এর আয়োজনে ৩ ডিসেম্বর রবিবার র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদ আলম বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, সুবর্ণ নাগরিক নিউজ ও রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনবাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মুস্তাসিন বিল্লাহ, মোঃ মোস্তাফিজুর রহমান, জে জে এস প্রজেক্ট ম্যানেজার এম হাসিবুল হাসান,সাংবাদিক আইয়ুব আলী,এম মুরশীদ আলী, তাসলিমা খানম, হাফেজ শাহজাহান সহ প্রমুখ।