নাহিদ জামান, খুলনাঃ
রূপসায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাসিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান ৭ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সালমা আহমেদ।
প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর এর সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল লিয়াজু অফিসার হোসেন মোঃ মাসুদ।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,
কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ইউআর সি ইনসট্রাক্টর মোঃ মুজিবর রহমান, এসআই ফজলুল হক জাহিদ, মেরিন ফিসারিজ অফিসার মোঃ রাসেল,শিক্ষক আঃ কাদের, প্রমিলা রানী বালা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ,আঃ জলিল শিকদার, বিজন দাস, সোহেল রানা, নাসির উদ্দীন, শামীম হোসেন, হিরামুন নাহার, লতিফা আক্তার প্রমূখ।