
নাহিদ জামান, খুলনা
বাংলাদেশ জামাতে ইসলামী রূপসা উপজেলা শাখার আয়োজনে, বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা-৪ আসনের জামাতর মনোনিত প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ ইসলামী দলগুলো পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। কালো টাকার প্রভাবে কলুষিত ব্যাক্তি’রা রাজনৈতিক অঙ্গন কলুষিত করে থাকে। পি আর পদ্ধতি চালু হলে সেই পরিবেশ আর থাকবে না। জুলাই সনদের মর্যাদা চায় জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন আমরাও সরকারের ঘোষিত সময়ে নির্বাচন চাই। পি’আর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক দল কিছু না কিছু আসন পাবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মওলানা হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন টিএসবি ইউনিয়নেরর আমির প্রভাষক আসাদুজ্জামান। বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি নাজিমুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথী সাংবাদিক ও সুধিজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।