নাহিদ জামান, খুলনা
রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার সকালে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, এস আই জুয়েল রানা, নারী উদ্যোক্তা মাধূরী সরকার, রুমানা আক্তার রূপা,সাবেক শিক্ষক শামসুর রহমান, ওবায়েদ ফারাজী, শাহাজাহান প্রমূখ। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জন জয়িতাদের মাঝে জয়িতা সন্মাননা প্রদান করা হয়।