
নাহিদ জামান, খুলনা
রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব- ১৬, ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল খেলা ২৮ সেপ্টেম্বর (রবিবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহন করে খুলনা মহামেডান একাডেমি ও নর্থ খুলনা ফুটবল একাদশ।
খেলায় খুলনা মহামেডান ফুটবল একাডেমি ট্রাইবেকারে নর্থ খুলনা ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাফিজ ।
দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ও ইউনাইটেড একাডেমি খালিশপুর এর মধ্যে। খেলার প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম এর গোলে ১-০ তে এগিয়ে যায়। দুই দলের মধ্যে আক্রমন পাল্টা আক্রমনের চলতে থাকে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড একাডেমি খালিশপুর। খেলার ১০ মিনিটের মাথায় ইউনাইটেড একাডেমি খালিশপুর এর ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার আবির গোল করে ১-১ এ সমতায় আনে।
খেলার দ্বিতীয়ার্ধে নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমির ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম আবাও আর একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তিতে আর কোন গোল না হওয়ায় নৈহাটি ব্রাইট ফিউসার ফুটবল একাডেমি ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার তামিম । খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম ও গোলাম রসুল।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, জাতীয় দলের নিয়মিত ফুটবলার শাহরিয়ার ইমন, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম, এম এ হালিম খান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক ইউসুফ আলী, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম টুটুল, ক্রিড়া শিক্ষক আব্দুল কাদের, ফুটবল কোচ প্রশান্ত দে, ইমরোজ চৌধরি, কোচ মনির শেখ, মোঃ ডাবলু, মোঃ ইরান শেখ, শুভ গালিব, শেখ ইলিয়াজ, কৃতি ফুটবলার মোঃ হৃদয়, টুর্নামেন্ট কমিটির সংগঠক ফেরদাউস সরদার, জহির খান, আনিছুর রহমান, সামিউল আলম রিসাত, তাহসিন, আপন, জিহাদ, অনিক, সবুজ, তানিফ প্রমূখ।