
নাহিদ জামান, খুলনা
রূপসায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান ২৩ নভেম্বর রবিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়, খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা খুলনা-৪ এ প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্মাণ এবং প্রতিভা খোঁজার একাডেমি গড়ে তোলার উদ্যোগ নেবো।এই দেশের ফুটবল আবার জেগে উঠবে যদি আমরা সবাই মিলে পরিবর্তনের পাশে দাঁড়াই, উন্নয়নের সঠিক পথে হাঁটি,আর ধানের শীষকে বিজয়ী করি।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এসবি আলী ফুটবল একাডেমি খালিশপুর। খেলার প্রথমার্ধে নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের খালিদ গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে আবারও নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের গৌতম আর একটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। পরবর্তিতে আর কোন দল গোলের দেখা না পাওয়ায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তহিদ হোসেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিবির পরিচালক,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক জেলা মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, শেখ আনিছুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, আঃ সালাম মল্লিক, আছাফুর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।
বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুর রহমান, জিএম আসাদুজ্জামান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, আবুল কালাম গোলদার, রয়েল আজম, হুমায়ুন কবীর, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সৈয়দ মাহমুদ আলী, হাজী সাইফুল ইসলাম, মাঈনুল হাসান টুটুল। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক শেখ মহিউদ্দিন লিটু।
মুক্তির লড়াই ডেস্ক : 


























