নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা সদরে কাজদিয়া মডেল ভিলেজে এর যুব সমাজের আয়োজনে, মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল। এই প্রতিপাদ্য কে সামনে রেখে, স্পিড নেট এর সৌজন্যে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গ্রামের বালির মাঠে ৮ দলীয় সিক্সার সাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সুপারি পট্রি এক্সপ্রেস ও তাজ কিং। খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র অবস্থায় শেষ হয়। ট্রাইবেকারে সুপারি পট্টি ২-০ গোলে তাজ কিং কে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম পাইক।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,মোর্শেদুল আলম বাবু,খুলনা জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আজিজুল হক কাজল, সমাজসেবক খান হাবিবুর রহমান, মাফতুন আহম্মেদ রাজা, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ন, সমাজসেবক আসাদুজ্জামান খান, আলম শেখ, আওয়ামীলীগ নেতা শেখ আনিসুর রহমান টুকু, সৈয়দ মাহমুদ আলী, আবুল খায়ের বাশার (বাবলু), আনিসুর রহমান পাপলু, মোঃ আনিসুর রহমান, মোঃ শেখ শাহাজাহান, আয়ূব খান, মোঃ মাহফুজুর রহমান, সালাম শেখ, খান জাহিদ হাসান, হামিম কবীর রুবেল,মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমন, সোহেল পারভেজ, সুমন শেখ, শাহাজাদা আলমগীর, জামাল শেখ,সোহাগ শেখ,খায়রুজ্জামান সজল, বাদল, তুহিন, লিমন শেখ প্রমূখ। খেলার সার্বিক পরিচালনা দায়িত্বে ছিলেন তরুন সমাজসেবক মোঃ কামরুল ইসলাম, তামহিদ বাশার তিশাদ, মাসুদ শেখ। ফাইনার খেলার পুরস্কারের স্পন্সার ছিলেনে আরশাদ রোহান কংক্রিট কাজদিয়া, রূপসা খুলনা।