
প্রিয়াংকা নিয়োগি, ভারত
লাইব্রেরী প্রফেসনাল এসোসিয়েশন দিল্লীর I-KOAL ২০২৪ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এবার পুনের MIT WPU তে অনুষ্ঠিত হয়
১৫ ও ১৬ ফেব্রুয়ারি।এই অর্গানাইজেশনের সেক্রেটারী হলেন সালেক চান্দ এবং প্রেসিডেন্ট রামানন্দ মালভিয়া।অনুষ্ঠান উদ্বোধন করেন প্রফেসর এবং MIT WPU এর প্রতিষ্ঠাতা বিশ্বনাথ করাড স্যার।
এই গ্রন্থাগার আন্তর্জাতিক সম্মেলনে কবি প্রিয়াংকা নিয়োগীকে এক্সিলেন্ট কলেজ লাইব্রেরীয়ান এওয়ার্ড,প্রশংসাপত্র এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
কবি প্রিয়াংকা নিয়োগী বর্তমানে উত্তরায়ন ল কলেজের লাইব্রেরীয়ান।