
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মাদক সেবনকারীকে বাধা দেওয়ায় স্থানীয় মেম্বার আবুল কাশেম(৪৫)কে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে খুন করেছে রাজিব নামে এক মাদক সেবনকারী ও বিক্রেতা। ওই মাদক সেবনকারীর হাতে আহত হয়েছে জাহিদুল ইসলাম হৃদয় ও মীর হোসেন নামে আরও দুই জন। মাদক সেবনকারী রাজীব হোসেন সে শ্রীয়াং গ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার বিকাল তিন টার দিকে কুমিল্লা লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম সে মুদাফরগঞ্জ (দঃ) ইউনিয়ন পরিষদের শ্রীয়াং ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং শ্রীয়াং গ্রাম কমিটির আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম থানার পুলিশের সদস্যরা।
নিহত মেম্বার আবুল কাশেমে’র ভাতিজা জাহিদুর ইসলাম হৃদয় বলেন, অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকালে মেম্বার কাকাসহ শ্রীয়াং বাজারে আসি। বাজারে জলহাস মিয়ার ধান বাঙ্গার মেইল দোকানের সামনে রাজীব নামে এক মাদক সেবনকারী ওই খানে বসে মাদক সেবন করছিলেন। এসময় আমার কাকা মেম্বার তাকে নিষেধ করলে রাজীব দোকান থেকে দা নিয়ে তার বুকে কুপ দেয় এসময় আমি ও মীর হোসেন এগিয়ে আসলে রাজীবের হাতে থাকা মরিচের গুঁড়ো আমাদের চোখে মুখে মারে। আমরা তাকে ধরতে গেলে সে দা দিয়ে আমাদের শরিলে আগাত করে। আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে রাজীব পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মেম্বার আবুল কাশেম কে সরকারি হাসপাতালে নিলে কর্মরত ডাক্তারা মৃত ঘোষণা করেন।
এ বিষয় জানতে চাইলে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর শুনে ঘটনার স্থলে যাচ্ছি।
মুক্তির লড়াই ডেস্ক : 























