লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে ইয়াবা সহ বিল্লাল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার উপজেলার ১ নং বাকই দক্ষিণ ইউনিয়ন এর কৈত্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
সে প্রবাসী সহিদ এর ছেলে। জানা গেছে, দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসায়ীরা উক্ত গ্রামটিকে একটি রুট হিসেবে ব্যবহার করে আসছে। এ বিষয়ে গ্রামের সাধারণ জনগণ বিভিন্ন সময়ে অভিযোগ উঠালে ইয়াবা ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষদের বিভিন্ন অজুহাতে মারধর এবং হুমকি দিত। অবশেষে ২৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দিবা গত রাতে উক্ত গ্রামের স্থানীয় জনতা হাতে নাতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। সংঘবদ্ধ চক্রের সদস্যরা ধৃত ব্যক্তিকে ছাড়িয়ে নেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা সহ গ্রামের অন্যান্যদের সাথে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে লাকসাম থানায় অবগত করলে ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া তাৎক্ষণিক ফোর্স পাঠান, কার্যক্রম চলমান আছে।