লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম পৌর শহরের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরার সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, উত্তরদা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ খায়রুল ইমরান অনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, একাডেমিক সুপারভাইজার মুবিন হোসেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নিজাম উদ্দিন শামীম, পৌর কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন