লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) লাকসাম বিএস টাওয়ারস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় ও বাকই নটরডেম স্কুলে রিলিজিওন ফর পিস এর উদ্যোগে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিলিজিওন ফর পিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আমান উল্লাহ খান, সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নদীয়া আফরিন, কোষাধ্যক্ষ অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আহমদ সেলিম রেজা, সদস্য এমরোজ গোমেজ, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম, এমএসআই জসিম, মিজানুর রশিদ, শাহ নুরুল আলম, নাজমুল হাসান, এম.এ জলিল, জাহিদ হোসেন, হামিদুল ইসলাম, আবদুল মালেক হিরণ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম প্রমুখ।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়নে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রিলিজিওন ফর পিস সংস্থা। মানবিকতার টানে সংস্থার দায়িত্বশীলরা মফস্বল এলাকার অসহায় মানুষের মাঝে ছুটে এসেছেন। এমন উদ্যােগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।