
লাকসাম শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রিকের ২য় শোরুম শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম রোডের ভূইয়া হোটেলের উত্তর পাশে মিলাদ মাহফিল শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শোরুমটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ৪নং ওয়ার্ড কাউন্সিল আবদুল আজিজ, হিমালয় স্যানেটারীর স্বত্বাধিকারী আবদুর রাজ্জাক বাচ্চু, কামাল স্যানেটারীর স্বত্বাধিকারী হুমায়ন কবির কামাল, যমুনা স্যানেটারীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম রুবেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ পারভেজ রনি, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুর রহমান, ৪নং যুবলীগের সভাপতি আবদুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছারআহাম্মেদ , ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অপু দাস অনিক সহ ব্যবসায়ি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।