মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসাম উপজেলা শ্রমীক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শনিবার (১০ ডিসেম্বর) লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায়। উদ্বোধন করেন, জনাব মনির হোসেন ঝান্টু, আহবায়ক কুমিল্লা দঃ জেলা শ্রমিক লীগ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সম্মেলনে মোঃ শাহজাহানকে সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা শ্রমীক লীগের কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা শ্রমীক লীগের আহবায়ক জনাব মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব অ্যাড. মোঃ ইউনুছ ভুঁইয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সভাপতি, লাকসাম উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান মিজান, সদস্য সচীব, কুমিল্লা দঃ জেলা জাতীয় শ্রমীক লীগ। মহব্বত আলী সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ এবং অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা সাধারণ সম্পাদক পৌরসভা আওয়ামী লীগ। লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল, আমরা সকল অপশক্তিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার দেশকে শান্তির জনপদ, আত্মমর্যাদাশীল জনপদে পরিণত করেছে।
বাংলাদেশে ভোট চুরির বিরুদ্ধে, লুট-পাঠের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্ট্রি রাখছি। শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।