
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তবে পৌরসভা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার লাকসাম পৌরসভা অডিটরিয়ামে লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন রাত ৮ টায় সম্পূর্ন হয়।
জানাযায় লাকসাম উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালাম, সাধারন সম্পাদক নির্বাচিত হন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোশারফ হোসেন। অপরদিকে মনোহরগঞ্জ উপজেলা সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস পাটোয়ারী। সাধারন সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক সরওয়ার জাহান দোলন। রয়েছে।
নির্বাচন পরিচালনায় বিভাগীয় টিমের দায়িত্ব পালন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এডভোকেট আলী আক্কাছ। সম্মেলনে উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি আহবায়ক উৎবাতুল বারী আবু।
এতে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমদ, আলহাজ্ব আবুল হাসেম মানু, আবুল হোসেন মিলন, গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাবেক আহবায়ক শাহ সুলতান খোকন, সাধারন সম্পাদক নির্বাচিত অধ্যাপক সরওয়ার জাহান দোলন, সাবেক সাধারন সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান লাকসাম পৌরসভা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, আবদুল্লাহ মাহমুদ খুসরু বেলাল রহমান মজুমদার, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, মাহবুবুর রহমান মানিক, আবু বকর ছিদ্দিক ভূঁইয়া মিলটন এবং প্রমুখ। তবে লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। ২২ই আগষ্ট পৌরসভা সম্মেলন নির্ধারন করা হয়। লাকসাম পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৬৩৯ জন, লাকসাম উপজেলা ৯ টি ইউনিয়নে ৪৫৯ জন ও মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ৫৬১ জন কাউন্সিলর রয়েছে।