
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
আজ শনিবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাসুদ রানা বেলাল ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ন সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি আজহারুল হক খোকা, উপজেলা বিএনপি সদস্য আব্দুল বারেক বারী, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বাবুর্চি, সহ-সভাপতি জহুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, ১ মনু খন্দকার ও ২ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, লাকসাম উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক ফজলুর রহমান নিশান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী মহসিন, যুগ্ন আহবায়ক রেজাউল করিম, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল খায়ের ও সদস্য সচিব মানিকসহ উপস্থিত নেতৃবৃন্দ।
মুক্তির লড়াই ডেস্ক : 
























