
লাকসাম প্রতিনিধি
লাকসাম ফেইস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় ফেইস ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে স্কুল অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল মমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, বিশেষ অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা, প্রাক্তন শিক্ষার্থী মিফতাহুল জান্নাত রিসতা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জারিন সুহবা ও রাদিয়া ফায়রোজ রোজা।
স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক দিপক কল্যাণ সাহা এবং জান্নাতুল ফেরদাউস এর সঞ্চালনায় স্কুল শিক্ষার্থীরা আবৃত্তি , গান, নৃত্য পরিবেশন করেন।
অতিথি বৃন্দ বক্তব্য প্রদান কালে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বহিঃ বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং সরকারি কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহণে অভিভাবকদের বেশি মনোযোগী হতে হবে। নিয়মিত স্কুলে পাঠদান, লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চা ইত্যাদি ছাত্র ছাত্রীদের সুযোগ করে দিতে হবে।
পরিশেষে অতিথি বৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জেলা, উপজেলা পর্যায়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও সোসাইটির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী টেলেন্ট গোল্ড, টেলেন্টপুল এবং সাধারণ গ্রেট এ বৃত্তি প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীর মাঝে সনদ, নগদ অর্থ বিতরণ করেন।
এসময় স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।