ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাকসাম-মনোহরগঞ্জে ২ জনের মরদেহ উদ্ধার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় নারী ও ইন্সুইরেন্স কর্মীসহ ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় লাশগুলো উদ্ধার করা হয়। যাদের মধ্যে একজন নারী, একজন ইন্সুইরেন্স কর্মী।
লাকসাম থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন নামের এক ৩৭ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইন্সুরেন্সে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।
তিনি (ওসি) বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছেন।

আমরা এখনও জানিনা তিনি এখানে কিভাবে আসলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টির তদন্ত চলমান আছে। বিস্তারিত জেনে জানাতে পারব। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান।

অপরদিকে মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমন হোসেন।

তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। স্থানীয়রা তার লাশ পেয়ে পুলিশের খবর দিলে লাশটি উদ্ধার করে। কিন্তু কিভাবে তার মৃত্যু হল এবং এতো রাতে তিনি কেন এখানে আসলেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাকসাম-মনোহরগঞ্জে ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় নারী ও ইন্সুইরেন্স কর্মীসহ ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় লাশগুলো উদ্ধার করা হয়। যাদের মধ্যে একজন নারী, একজন ইন্সুইরেন্স কর্মী।
লাকসাম থানা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন নামের এক ৩৭ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইন্সুরেন্সে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।
তিনি (ওসি) বলেন, লাশ উদ্ধারের পর আমরা তার পরিবারকে জানিয়েছি। তার পরিবার আসছেন।

আমরা এখনও জানিনা তিনি এখানে কিভাবে আসলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টির তদন্ত চলমান আছে। বিস্তারিত জেনে জানাতে পারব। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান।

অপরদিকে মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে স্থানীয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমন হোসেন।

তিনি বলেন, ওই নারী বাড়িতে একাই থাকতেন। স্থানীয়রা তার লাশ পেয়ে পুলিশের খবর দিলে লাশটি উদ্ধার করে। কিন্তু কিভাবে তার মৃত্যু হল এবং এতো রাতে তিনি কেন এখানে আসলেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।