
বিনোদন প্রতিবেদক
তরুণ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী খায়রুল ওয়াসি। নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘হাবুডুবু’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর গীত রচনা ও সুর তুলেছেন ওয়াসি নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন।মিংক্স এবং মাস্টারিং করেছেন এম এ রহমান। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছেন প্রণমী, জেরি এবং খায়রুল ওয়াসি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান নিয়ে খায়রুল ওয়াসি জানালেন, ‘লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত ঘটনাগুলোর ধারাবাহিকতা পেয়েছে এই গানটিতি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল ফিতরের আয়োজনে ‘হাবুডুবু’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।