
চট্টগ্রাম প্রতিনিধি
“শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়” লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুন্ডের মাসিক সভা ও বোর্ড মিটিং গতকাল রোজ সোমবার নগরীর নয়াবাজারস্থ তায়েফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের সেক্রেটারি লায়ন মফিজুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪, বাংলাদেশ এর কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে লায়নসেবা বর্ষের অন্যতম সেবা মাস অক্টোবর সার্ভিস উপলক্ষে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডেঙ্গু ও থ্যালাসেমিয়া সচেতনতা মূলক প্রচারণা, ঠোঁটকাটা তালু কাটা চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার, বৃক্ষরোপণ,ত্রিপুরা পল্লীতে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিজিওন চেয়ারপারসন লায়ন মোঃ গিয়াস উদ্দিন ক্লাবের সার্বিক বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও ক্লাবের স্থায়ী প্রজেক্ট বৃদ্ধাশ্রম ও এতিমখানার বিষয়ে লায়ন নেতৃবৃন্দকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও কর্নসান জোন চেয়ারপারসন লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু ক্লাবের বিভিন্ন বিষয়ে পরিকল্পনা এবং ইন্টারন্যাশনাল রিপোর্ট সহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন জেলার সম্মানিত গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং সীতাকুণ্ডের সাবেক সভাপতি ও জোন চেয়ারপারসন লায়ন মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি ও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, ক্লাবের মেম্বারশিপ চেয়ারপারসন লাইন মোঃ নাসির উদ্দিন মানিক, লিও ক্লাব এডভাইজার ও দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলীম উল্লা মুরাদ, সিনিয়র লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ, লায়ন মোহাম্মদ হোসেন, লায়ন মো.সায়েদ বিন আদনান, লিও লায়ন মোঃ নুরখান, লিও ডিসট্রিক্ট প্রেসিডেন্ট এডভাইজার লিও এম এ ইলাহি আরাফাত, লিও ক্লাব অব চিটাগং সীতাকুন্ডের সভাপতি লিও জামিল আল ফয়সাল সেক্রেটারি লিও ইকবাল হোসেন ইমন, ট্রেজারার লিও মোঃ ইয়াছিন প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 
























