
মো তারিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট
মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে লালমনিরহাট মিশন মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার(১৯ জুলাই) সকালে (জাসাস)এর সভাপতি শামসুদ্দোহা বাবুর নেত্রীত্বে লালমনিরহাটের মিশনমোরে মানববন্ধন করা হয়। এসময় শহীদ জিয়াউর রহমান এর ছবিকে অবমাননার প্রতিবাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করার জাতীয়তাবাদী বিএনপি দলের সম্মানহানি হচ্ছে বলে জানায় তারা।রাজনৈতিক মাঠে তাদের বিএনপির বিরুদ্ধে এরকম সমালোচনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একে এম মমিনুল হক, আনজুমান আরা হক শাপলা সাধারণ সম্পাদক জেলা মহিলা দল লালমনিরহাট।