
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আজ সন্ধ্যায় শহরের বিএনপি কলোনী এলাকায় ওই যুবকের শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান নিহত যুবক ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে নূরনবী (২৬)। দীর্ঘদিন মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নূরনবী বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।