ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫ Logo বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য সহ দুই জন গ্রেফতার Logo চাকরিচ্যুতদের স্ব-পদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন Logo মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন Logo লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলে আটক Logo ‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ Logo বরুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo দারিদ্র্য বিমোচন ও উদ্ভাবনে চীনের সাফল্য প্রশংসিত Logo তাইওয়ানে অস্ত্র বিক্রি করে পুনরেকীকরণ বাধাগ্রস্ত করা যাবে না Logo বসন্ত উৎসব গালার মাসকট দেশজুড়ে প্রদর্শিত

‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে, বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায়, লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এতে করে, ৬ ঘন্টা বন্ধ হয়ে ছিলো ট্রেন চলাচল। আর লালমনিরহাট রেল স্টেশনের উভয় দুই পাশেই অনেক সময় ধরে যাত্রীরা ভোগান্তিতে রয়েছিলো।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধের কারণে এ রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে, চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিন সকাল ৯.৩০ মিনিটের দিকে বিএনপি’র নেতাকর্মীরা লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকা অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে ও বসে রেললাইন অবরোধ করে রাখেন।

‎এ সময়ে বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে, আয়োজিত- অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেল কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেনের বরাদ্দের জন্য আবেদন করা হয়। তবে,দীর্ঘ কয়েকদিন যাবৎ অপেক্ষার পর গত সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। আর তাদের এ সিদ্ধান্তের প্রতিবাদেই রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


‎যাদু মিয়া নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের অনেক মুল্য রয়েছে। দলীয় এ অবরোধের কারণে ট্রেন কখন ছাড়বে,আমরা জানি না।’


‎লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘টিকিটের বিনিময়ে বৈধভাবেই আমরা বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু, কয়েকদিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবেই ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি বলে আমরা মনে করি। যা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

‎আর এ বিষয়ে লালমনিরহাট (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) ডিআরএম, এর কার্যালয়ে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, স্যার পরিদর্শনের বর্তমানে কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


অপরদিকে, অবরোধের সাড়ে ছয় ঘণ্টা পর লালমনিহাট থেকে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লালমনি এক্সপ্রেস, করতোয়া, পদ্মরাগ, পার্বতীপুর কমিউটার সহ চারটি ট্রেনের শিডিউল বিপর্যয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫

SBN

SBN

‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ

আপডেট সময় ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে, বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায়, লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এতে করে, ৬ ঘন্টা বন্ধ হয়ে ছিলো ট্রেন চলাচল। আর লালমনিরহাট রেল স্টেশনের উভয় দুই পাশেই অনেক সময় ধরে যাত্রীরা ভোগান্তিতে রয়েছিলো।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধের কারণে এ রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে, চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিন সকাল ৯.৩০ মিনিটের দিকে বিএনপি’র নেতাকর্মীরা লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকা অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে ও বসে রেললাইন অবরোধ করে রাখেন।

‎এ সময়ে বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে, আয়োজিত- অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেল কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেনের বরাদ্দের জন্য আবেদন করা হয়। তবে,দীর্ঘ কয়েকদিন যাবৎ অপেক্ষার পর গত সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। আর তাদের এ সিদ্ধান্তের প্রতিবাদেই রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


‎যাদু মিয়া নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের অনেক মুল্য রয়েছে। দলীয় এ অবরোধের কারণে ট্রেন কখন ছাড়বে,আমরা জানি না।’


‎লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ বলেন, ‘টিকিটের বিনিময়ে বৈধভাবেই আমরা বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু, কয়েকদিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবেই ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি বলে আমরা মনে করি। যা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

‎আর এ বিষয়ে লালমনিরহাট (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) ডিআরএম, এর কার্যালয়ে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, স্যার পরিদর্শনের বর্তমানে কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


অপরদিকে, অবরোধের সাড়ে ছয় ঘণ্টা পর লালমনিহাট থেকে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লালমনি এক্সপ্রেস, করতোয়া, পদ্মরাগ, পার্বতীপুর কমিউটার সহ চারটি ট্রেনের শিডিউল বিপর্যয়।