
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, স্থানীয় এক কৃষক গরুর জন্য ঘাস কাটতে যান তার বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে। ভুট্টাক্ষেতে যেতেই ক্ষেতের আইলে পড়ে থাকতে দেখেন মস্তকবিহীন এক নারীর মরদেহ। সাথে সাথে তিনি দৌড়ে এসে বিষয়টি তার এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে। লাশের মাথা খোঁজা হচ্ছে, মাথা পাওয়া গেলেই লাশের পরিচয় জানা যাবে।