
মোঃ তারিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১১) নামের এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারি এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার ফজলুল হক ফজু মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় রান্না বসিয়ে ওই স্কুলছাত্রীকে তা দেখতে বলে কিছুটা দূরে থাকা বাবার বাড়িতে যান তার মা। এসময় বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষন পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মেয়েটির মা। পরে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে মেয়ের লাশ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাধাঁ ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেয়া হয়েছে বালু। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষনের শিকার হয়েছিল কিনা তা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, হত্যার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিহতের বাবা ফজলুল হক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।