ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

লালমনিরহাটে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অন্তত অর্ধশত পরিবার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীর বিভিন্ন জায়গায় ঝড়ে প্রায় অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘর-চালা। বেশ কিছু যায়গায় গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে গাছপালা। গরু-ছাগল, হাস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে। সোমবার (১৫ মে) রাতে উপজেলার

সরেজমিনে দেখা যায়, উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল সহ কুটির পার, চৌধুরী বাজার, বালাপাড়া এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।
বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ।

চৌধুরী বাজার এলাকার গৃহিনী মুনমুন বলেন, ‘স্বামী কুমিল্লায় রিক্সা চালায়, এই ঝড়োৎ ঘর উড়ি যায়া (গিয়া) টিনের চাল ছাওয়াগুলোর গাৎ (গায়ে) পড়ছিলো। পরে টানি বের করছি ছাওয়াক। দুইটা চড়াই (মুরগি) মরছে। বাকিগুলা কোন্টে কোন্টে উড়ি গেইছে যানোংনা’।

কুটিরপার এলাকার বিধবা বৃদ্ধা অলিমা বেগম বলেন, একলা ঘরে থাকি, হঠাৎ ঝড়ে বড় একটা গাছ ঘরের উপর পড়েছে। পুরা ঘড় ভাঙ্গি গেছে। এখন কিভাবে থাকবো, কোথায় থাকবো জানিনা।

এই বিষয়ে মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদেক চৌধুরী বলেন,আমি সেইসব পরিবার গুলো ঘুড়ে দেখেছি। ইউনিয়ন পরিষদ থেকে আত্মিক সাহায্য সহযোগিতা করবো।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

লালমনিরহাটে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অন্তত অর্ধশত পরিবার

আপডেট সময় ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীর বিভিন্ন জায়গায় ঝড়ে প্রায় অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘর-চালা। বেশ কিছু যায়গায় গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে গাছপালা। গরু-ছাগল, হাস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে। সোমবার (১৫ মে) রাতে উপজেলার

সরেজমিনে দেখা যায়, উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল সহ কুটির পার, চৌধুরী বাজার, বালাপাড়া এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।
বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ।

চৌধুরী বাজার এলাকার গৃহিনী মুনমুন বলেন, ‘স্বামী কুমিল্লায় রিক্সা চালায়, এই ঝড়োৎ ঘর উড়ি যায়া (গিয়া) টিনের চাল ছাওয়াগুলোর গাৎ (গায়ে) পড়ছিলো। পরে টানি বের করছি ছাওয়াক। দুইটা চড়াই (মুরগি) মরছে। বাকিগুলা কোন্টে কোন্টে উড়ি গেইছে যানোংনা’।

কুটিরপার এলাকার বিধবা বৃদ্ধা অলিমা বেগম বলেন, একলা ঘরে থাকি, হঠাৎ ঝড়ে বড় একটা গাছ ঘরের উপর পড়েছে। পুরা ঘড় ভাঙ্গি গেছে। এখন কিভাবে থাকবো, কোথায় থাকবো জানিনা।

এই বিষয়ে মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদেক চৌধুরী বলেন,আমি সেইসব পরিবার গুলো ঘুড়ে দেখেছি। ইউনিয়ন পরিষদ থেকে আত্মিক সাহায্য সহযোগিতা করবো।