
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে দুই নারী শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুই নারী শিক্ষার্থী সহ এক পুরুষ শিক্ষার্থী একযোগ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ফলে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ।
অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছরের (২৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (এএসএসইটি প্রকল্প) এর আওতাধীন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ২৯ অক্টোবর ফলাফল প্রকাশ হলে তা দেখতে টিটিসিতে ওই নারী শিক্ষার্থী উপস্থিত হলে তাকে ফাঁকা পেয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হক পরীক্ষায় ফেলের অজুহাত তুলে তাকে কু-প্রস্তাব দেন।
টিটিসির সিনিয়র এই শিক্ষক জায়দুল হক এর আগেও ২৬ জুলাই লালমনিরহাট পৌরসভাধীন ৫নং ওয়ার্ড এলাকার এক নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (এএসএসইটি প্রকল্প) এর আওতাধীন ভর্তি হয়ে একমাস ক্লাস করার পর হঠাৎ তাকে বাদ দেন। পরে ওই নারীকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে সিনিয়র শিক্ষক জায়দুল হক তাকেও কু-প্রস্তাব দেন।
অপরদিকে লালমনিরহাটের টিকটক অভিনেতা হিরো সিরাজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (এএসএসইটি প্রকল্পে) ভর্তির জন্য গেলে সিনিয়র শিক্ষক জায়দুল হকের সাথে পরিচয় হয়।
কিন্তু টিটিসিতে ভর্তির জন্য হিরো সিরাজের প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ট্রেড প্রতি ২/৩ হাজার টাকার নিয়ে জায়দুল হক নিজে অন্যের কাগজপত্র দিয়ে তাকে বিভিন্ন ট্রেডে ৪/৫ বার ভর্তি করিয়ে নেয়।
শুধু এসব ঘটনা নয়, ২০০৭ সালে এ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানান অভিযোগে অভিযুক্ত লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে তিন শিক্ষার্থী একযোগে অধ্যক্ষের নিকট এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক তদন্ত কমিটি গঠন করেন।
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র শিক্ষক জায়দুল হক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগ কারীদের চিনি না। এসব মিথ্যা।
এ বিষয়ে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক বলেন, শিক্ষক জায়দুল হকের বিরুদ্ধে দুই নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 














