ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন মিরাজ বেপারী (৩০) নামে এক মাদক মামলাসহ ৫মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।
মাদক, চুরি ও ছিনতাইসহ ৫ মামলার আসামি মিরাজ বেপারী,সে ধলীগৌনগর ইউনিয়ন চতলা ৪নং ওয়ার্ডের শাহাজান বেপারীর ছেলে।
অপর এক ওয়ারেন্ট ভুক্ত কামরুল কে আটক করা হয়, সে পৌরসভা নয়ানী গ্রাম ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (১৩ জানুয়ারী) রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের আটক করা হয়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, ৫মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মিরাজ বেপারী তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এবং কামরুলকেও তার বাড়ি থেকে আটক করা হয়। শনিবার সকালে তাদের উভয়কেই ভোলা জেল হাজত পাঠানো হয়